পোস্টগুলি

ইস্তেখারার নামাজ

ছবি
ইস্তেখারার নামাজ ইস্তেখারা শব্দের আভিধানিক অর্থ হলো, কোন জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। সালাতুল ইস্তেখারা হলো, আল্লাহর নিকট কোন জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। কনো কিসু নিয়ে সিদ্ধান্তহিনতা থাকলে এই নামাজ পরা হয়। এই নামাজ খুব নিয়ামতপুর্ণ । এই নামাজটির নিয়ম হলো, দুই রাকাত নামাজ পড়বে তারপর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করবে অর্থা আল্লাহর হামদ পড়বে তারপর রাসুলে কারীম (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) এর উপর দরূদ পড়বে। তারপর একটি দোয়া পড়বে যেটা নিম্নে দেওয়া হয়েছে। হুকুম ওলামায়ে কেরাম একমত যে, ইস্তিখারার নামাজ সুন্নাত। তার দলীল নিম্নের বোখারীর হাদীসটেমপ্লেট: ﺍﻗﺘﺒﺎﺱ ﺣﺪﻳﺚ [১] ইস্তেখারার দোয়া হযরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আমাদিগকে আমাদের কাজকর্মের ব্যাপারে ইস্তিখারা করিবার তরীকা এরুপ গুরুত্বসহকারে শিক্ষা দিতেন যেরুপ গুরুত্ব সহকারে আমাদিগকে কুরআন মজীদের কোন সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেহ কোন কাজ করিবার ইচ্ছা করে (আর সে উহার পরিণতি সম্পর্কে চিন্তিত হয়, তখন তাহার এইভাবে ইস্তেখারা করা উচিত যে,) সে প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় ক

দোয়া ও সহায়তায় এগিয়ে আসুন।

ছবি
আমার চাচাতো ভাই Jamil Ahmed এর জন্য দোয়াও সহায়তার হাতকে এগিয়ে দিন। কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে প্রবাস জীবনের  ইতি  দিয়ে বাড়িতে এসে কয়েক মাস থেকে উন্নত চিকিৎসা চলছে। ভালোই ছিল। আজ হাঠাৎ করে রোগ বৃদ্ধি পেয়েছে। এজন্য  o+ অ প্রজেটিভ রক্তের প্রয়োজন। সহায়ক ভাইয়েরা একটু সাড়া দিন। স্থান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। যোগাযোগ +8801710682759 - অথবা, +8801743635655 নাম্বারগুলোতে করতে পারেন। ম্বারে করতে পারেন

ইস্তেখারার নামাজ

ইস্তেখারার নামাজ ইস্তেখারা শব্দের আভিধানিক অর্থ হলো, কোন জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। সালাতুল ইস্তেখারা হলো, আল্লাহর নিকট কোন জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। কনো কিসু নিয়ে সিদ্ধান্তহিনতা থাকলে এই নামাজ পরা হয়। এই নামাজ খুব নিয়ামতপুর্ণ । এই নামাজটির নিয়ম হলো, দুই রাকাত নামাজ পড়বে তারপর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করবে অর্থা আল্লাহর হামদ পড়বে তারপর রাসুলে কারীম (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) এর উপর দরূদ পড়বে। তারপর একটি দোয়া পড়বে যেটা নিম্নে দেওয়া হয়েছে। হুকুম ওলামায়ে কেরাম একমত যে, ইস্তিখারার নামাজ সুন্নাত। তার দলীল নিম্নের বোখারীর হাদীসটেমপ্লেট: ﺍﻗﺘﺒﺎﺱ ﺣﺪﻳﺚ [১] ইস্তেখারার দোয়া হযরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আমাদিগকে আমাদের কাজকর্মের ব্যাপারে ইস্তিখারা করিবার তরীকা এরুপ গুরুত্বসহকারে শিক্ষা দিতেন যেরুপ গুরুত্ব সহকারে আমাদিগকে কুরআন মজীদের কোন সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেহ কোন কাজ করিবার ইচ্ছা করে (আর সে উহার পরিণতি সম্পর্কে চিন্তিত হয়, তখন তাহার এইভাবে ইস্তেখারা করা উচিত যে,) সে প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করবে

আসল পরীক্ষার্থীদের রেখে নকল পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের আটক।

ছবি
N‌ভোলায় এসএস‌সি দা‌খিল পরীক্ষায় আসল পরীক্ষার্থী‌দের ছ‌বি প‌রিবর্তন ক‌রে পরীক্ষা দেয়ার সময় ১০ জন ভুয়া পরীক্ষার্থীসহ জয়নগর বা‌লিকা দা‌খিল মাদ্রাসার সুপার মোঃ জা‌কির হো‌সেন‌কে আটক ক‌রে‌ছে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট। ‌আজ মঙ্গলবার সকা‌লে ভোলার দৌলতখান উপ‌জেলার আবু আবদুল্লাহ ক‌লে‌জের দা‌খিল পরীক্ষার কেন্দ্র থে‌কে তা‌দের আটক করা হয়। প‌রে তা‌দের ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে মাদ্রাসার সুপার জা‌কির হো‌সেন‌কে ২ বছর ও নিজা আক্তার না‌মে এক পরীক্ষার্থী‌কে ১ বছ‌রের কারাদণ্ড প্রদান ও লিমা আক্তার, রা‌বেয়া সুলতানা, ময়না আক্তার, হা‌সিনা বেগম, নাজমুন নাহার, বি‌বি খা‌দিজা, সুমা বেগ‌মসহ ৯ জ‌নের বয়স কম হওয়ায় তা‌দের ভোলা কো‌র্টে আদাল‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন জেলা অ‌তি‌রিক্ত নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। ‌তি‌নি জানান, দৌলতখান উপ‌জেলার জয়নগর বা‌লিকা দা‌খিল মাদ্রাসার দশম শ্রেণির ৯ জন ও ব‌হিরাগত একজন দি‌য়ে মাদ্রাসার সুপার মোঃ জা‌কির হো‌সেন মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে আসল পরীক্ষার্থী‌দের রে‌জি‌স্ট্রেশন কা‌র্ডের ছ‌বি প‌রিবর্তন ক‌রে বোরখা প‌রে দৌলতখান আবু আবদুল্লাহ ক‌

-------------------একটি শোক সংবাদ------------------

কানাইঘাট উপজেলার ৮নং জিঙ্গাবাড়ী ইউনিয়নের  উপর জিঙ্গাবাড়ী মীরমাটি নিবাসী  প্রবীন মুরব্বি মীরমাটি কেন্দ্রীয় মসজিদের বর্তমান সম্মানিত মুতাওয়াল্লি জনাব, রুহুল আমিন ওরফে নুরু ডাক্তার সাহেব অদ্য সিলেট ক্লিনিকে ইন্তেকাল হইয়াছেন। মারহুমের নামাজে জানাজা আজ আসরের নামাজের পর জিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। আমি/ আমরা মারহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর মহান রব্বে পাকের দরবারে প্রার্থনা করছি তিনি যেন তার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে যেন কবুল করেন। আমিন!!

তিন লক্ষের থেকেও বেশী মুসল্লির উপস্হিতিতে,,, ৩০/০১/২০২০ ইং তারীখে আল্লামা আনোয়ার শাহ রহঃ নামাজে জানাজার দৃশ্য।

ছবি
তিন লক্ষ্যের চেয়ে বেশী  মুসল্লীর উপস্থিতিতে  আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহঃ)র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং কওমী মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহঃ)র নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের তিন লাখেরও অধিক মুসল্লী ও উলামায়ে কেরাম অংশ নেন। আল্লামা আনোয়ার শাহ'র ছেলে মাওলানা আনোয়ার শাহ তানিম নামাজে জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে তাকেহ শহরের ঈশাখান রোডে পারিবারিক গোরস্থান বাগে জান্নাতে তাকে দাফন করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন,  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ও ছাত্র জমিয়ত বাংলাদেশ। এবং হজরতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করেন আল্লাহ  হজরতকে জান্নাতুল ফেরদৌসের মেহমান   হিসেবে যেন কবুল করেন। আমিন!!